সভ্য সমাজ
- পীর সাহেব ইমরান বিন কফিল - কবিতা ১৯-০৫-২০২৪

“সভ্য সমাজ”
___পীর সাহেব

দিন যায়, সমাজ বদলায়
বদলায় নিয়ম নীতি ধারা ।
চোর আজ সাধু সেজেছে,
খুজে পাইনা অসাধু লোক কারা।

গরীবরা গরীব হয়েছে,
ধনীরা হয়েছে ধনি ।
সৎ লোক পদপিষ্ট হয় ,
অসৎ লোক চোঁখের মনি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

ImranBinkafil
২৪-০৪-২০২০ ০৪:২০ মিঃ

ধন্যবাদ ফয়জুল মহী ভাই

M2_mohi
২৪-০৪-২০২০ ০৩:৩৯ মিঃ

অসাধারণ লেখা।

ImranBinkafil
২৪-০৪-২০২০ ০০:৫৩ মিঃ

দজিয়েব ভাই
ধন্যবাদ ভাই
আমি মানবিক পীর, তবে হতে পেরেছি কিনা জানি না । এখন না হয় স্রেফ নাম হিসেবে ধরে নিন। বানান ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ধরিয়ে দেয়ার জন্য আর একবার ধন্যবাদ।

শুভেচ্ছা বিনিময়ের জন্য খুশি হলাম । আর দোয়া রাখবেন আমার জন্য, যাতে ভালো কিছু লিখে উপহার দিতে পারি ।

Dojieb
২৪-০৪-২০২০ ০০:৩০ মিঃ

ভালো বলেছেন পীর সাহেব। আপনি কি ধর্মীয় পীর নাকি মানবিক পীর? নাকি স্রেফ নাম? আর ভাই, 'ধনী' হবে বানানটা এবং 'চোখের' হবে। শুভকামনা ও স্বাগতম।